কালচার

আরডিএসের ব্যতিক্রমী আয়োজন ‘কবিতা উল্লাস’

পৌষ প্রতিবেদক

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো আবৃত্তির অনুষ্ঠান ‘কবিতা উল্লাস’। এটি উৎসর্গ করা হয় সত্তর দশকের কবি আশুতোষ ভৌমিককে। আরডিএসের (Remove Darkness from the Society) উদ্যোগে গত ৩ মে জেলা পাবলিক লাইব্রেরির দোতলায় অনুষ্ঠানটি হয়।

এতে অতিথি ছিলেন—জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ, গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান রেহাস উদ্দিন, জেলা স্মরণী স্কুলের সাবেক প্রধান শিক্ষক রাবেয়া আক্তার খাতুন, সন্দীপন সাহিত্য আড্ডার সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম। স্বরচিত লেখা পাঠ করেন—কবি বাঁধন রায়, কবি সুভাষ চন্দ্র রায়, কবি সাদরুল উলা ও কবি গোলাপ আমিন।

আশুতোষ ভৌমিকের কবিতা ও অন্যান্য কবিতা আবৃত্তিতে অংশ নেন—আরডিএস সদস্য কণা, মৌ, ইত্তিশা, নুজহাত, রিয়া, নোভা, সাকিব প্রমুখ।

চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের সভাপতি বাচিকশিল্পী মম জুয়েল, চন্দ্রাবতীর অন্য সদস্য—দেলোয়ার হোসাইন শামীম, তৌকির ইসলাম তন্ময়, মনিরা আজম ইতি, আন্তা রহমান, রাইয়া রহমান, নাফিসা নাওয়ার নিধি, রাজস্বী দেবনাথ রাত্রি কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানটিতে অনন্য মাত্রা দেন।

প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন—আরডিএস বন্ধু ইসরাত জাহান ধীরা ও মেহেরিন জাহান রিদি।

উল্লেখ্য, আরডিএস কলেজ শিক্ষার্থীদের সংগঠন। গঠিত হয় ২০২২ সালের জুলাইয়ে। এর প্রতিষ্ঠাতা পরিচালক আদনান নাভিদ ও ইফতেখার হোসেন সাকিব।

Leave a Comment

৩ comments

israt jahan riya রবিবার, ৫ মে ২০২৪ - ১:১২ অপরাহ্ণ

অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতুন করে অনেক কিছু শিখতে পেরেছি।

Reply
আমিনুল ইসলাম সেলিম রবিবার, ৫ মে ২০২৪ - ১:২২ অপরাহ্ণ

দারুণ ব্যাপার ছিলো। এমন আয়োজন চলতে থাকুক।

Reply
Anonymous রবিবার, ৫ মে ২০২৪ - ২:২৭ অপরাহ্ণ

চমৎকার ছিল সব কিছু 🖤

Reply

বিজ্ঞাপন

সম্পাদক : মীর হেলাল । শিল্প নির্দেশক : বদরুল হায়দার । © 2023 পৌষ
editor@poushh.com । তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা । 01914 441 825