তিনটি কবিতা
নিদারুণ অভিশাপ
সে পথের ধুলোয় আর এগোয়নি পা
এখনো দাঁড়িয়ে, নিয়ে আকুল অপেক্ষা,
এ পথেই কত ফেলে আসা পায়ের ছাপ
দীর্ঘশ্বাসে স্মৃতিচারণ, নিদারুণ অভিশাপ।
সে পথের বাঁকে নিরাশ মন মলিন চেহারা
ফিরবার নয়, অবগত হৃদয়— বড্ড দিশেহারা,
এ পথে কতই-না সয়ে যাতনা, চড়াই-উতরাই,
তাও দাঁড়িয়ে ঠায়, বেহায়া মনের ঠাঁই তো নাই।
সে পথের খেয়ালি আবেগ হারিয়ে দিশা
রঙিন সবকিছু কি যে টান ঘোর নেশা,
কুহু ডাকে অজানা, ঠিকানা মনে সংশয়
যত স্মৃতি বিষময় নতুনত্বে তাই ভয়।
ভালো তো আছি
ভালো থাকাটাও আজকাল
শৈল্পিক একটা গুণ
সম্মুখে ভালোতো আছি
ভালো থাকতে গেলে
সব কথার মানে বুঝতে নেই
খুঁজতেও নেই।
সবার মন জোগাতে
নিজের মনের খোরাক—
যত শখ আহ্লাদ
ধামাচাপা, মৃতপ্রায় মন।
ভালো থাকাটা দক্ষ, সূক্ষ্ম
অভিনয় নিপুণ
ভালো থাকতে হলে সদা হাস্যোজ্জ্বল মুখ, কষ্ট লুকিয়ে, অশ্রু চাপিয়ে
ঠোঁটের কোণে হাসি।
ভালো তো আছি—
কথার মারে ক্ষত বিক্ষত মন,
তবু অভিনয় চিরসুখী নিদারুণ।
পারি বলেই
পারি বলেই কি নিজের সত্তা
অস্তিত্ব সবটুকু বিলীন?
মনে যে আমারও স্বাদ আছে
আছে বিরাট এক মাঠ
ইচ্ছেমতো ছুটে চলতেই
সকলের ইচ্ছেতে, মন বিভ্রাট।
পারি বলেই চাপানো গান
গলায় লাগুক, আর না লাগুক
না হোক তাল লয় সুর
তুলে দিয়েই সারা—
এবার সুর তোলো, গেয়ে উঠো
বিশ্ব তাকিয়ে— তুমি হবে তারা।
পারি বলেই অশ্রুসিক্ত চোখে
হাসিমাখা মুখে এক নিমিষেই
নিজের শখগুলোকে ভাসিয়ে দেই
লোনাজলে ডুবে যায় আমার স্বপ্ন
নিষ্পলক চোখে তাকিয়ে নির্বাক আমি
এ নির্মম আত্মহননও মেনে নিতে পারি।
পারি বলেই নিজের স্বপ্ন লুকিয়ে
ধামাচাপা দিয়ে আকাঙ্ক্ষা—
ধারণ করি অন্যের স্বপ্ন,
ইচ্ছেগুলো জলাঞ্জলি দিয়ে
হাসিমুখেই মেনে নিতে পারি
সত্যি পারি, মুখ বুজেই পারি।
লেখক পরিচিতি : সুলতানা রাজিয়া। লেখক নাম লাকি জাদু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজ বিজ্ঞানের ওপর অনার্স-মাস্টার্স করেছেন। জন্ম নরসিংদী ঘোড়াশালের শীতলক্ষার পারে। দুর্দান্ত কৈশোরের দিনগুলো কাটিয়েছেন নদীর দিগন্তের মায়ায়। প্রকাশিত বই একটি। যোগাযোগ : Srluckyjadu@gmail.com