কবিতা

বাটারফ্লাই-৪

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

বাটারফ্লাই ফ্রক পরা কিশোরীর মতো
শৈশব থেকে মেঘের মন ছুঁয়ে ছুঁয়ে উড়ে উড়ে দূরে এলো এই শহরে।

তোমাকে পেয়ে পার্লামেন্ট হিলের পতাকা পত পত করল,
সি এন টাওয়ার জানাল অভিবাদন,
নাচল নায়গ্রা।
হ্যালিফেক্স, নবাস্কোশিয়ারা (দশ ভাই) তিন বোন বসেছিল
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার নিয়ে।
তোমার জন্য গ্রীষ্মের পর ফলঋতু সাজাবে কালারফুল তোড়ন,
প্রস্তুতি চলছে—শীত বিছিয়ে দিতে শুভ্রশাদা মখমলের গালিচা।
তোমার জন্য অপেক্ষা করছে মাইনাস কুড়ির তীব্র শীতল সৌন্দর্য!

চারশ সাইত্রিশ কোটি নয়শ নিরানব্বই লাখ তিন হাজার তিনশ বছর ধরে
তোমাকে ডেকেছি তোমার নিজস্ব ভাষায়।

তুমি এখন আর খেলবে না—লাউ ডগার সাথে
শর্ষে ফুলে দুলে দুলে!
রিকশা এখন তোমার কাছে হরপ্পার অতীত
ফেরিওয়ালা এখন ঝাপসা স্মৃতি।
ওয়াজিব নামাজের মতো তোমার ভূমিকা থেকে ফুটবে নতুন ঋতু!

Leave a Comment

বিজ্ঞাপন

সম্পাদক : মীর হেলাল । শিল্প নির্দেশক : বদরুল হায়দার । © 2023 পৌষ
editor@poushh.com । তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা । 01914 441 825