‘আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৩’ পাচ্ছেন কবি ও কথাসাহিত্যিক ফাহমিদা ইয়াসমিন। প্রবাসী লেখক ক্যাটাগরিতে তাকে পুরস্কারের জন্য মনোনীত করেছে আলোর অন্বেষণ জুরিবোর্ড।
সোমবার (২৭ জানুয়ারি) সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি সিলেটের বইমেলায় অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সাহিত্য পদক তুলে দেওয়া হবে।
প্রতি বছর বাংলা সাহিত্যে অবদান রাখা বিশিষ্টজনদের পদক দিয়ে আসছে সাংস্কৃতিক সংগঠন আলোর অন্বেষণ। একজন সাহিত্যবোদ্ধাকে আজীবন সম্মাননা, তিন ক্যাটাগরিতে তিনজন এবং প্রবাসী একজন লেখককে পুরস্কৃত করে তারা।
সাহিত্য পদকে মনোনীত প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিনের জন্ম মৌলভীবাজারের বড়কাপনে। কবিতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছড়া ও কলাম লেখেন। প্রকাশিত বই ১৬টি। কাপলেট বা দোহা কবিতা দিয়ে এরই মধ্যে সাড়া ফেলেছেন। লিখছেন গীতিকবিতাও। সম্পাদনা করেন ছোটকাগজ ‘ধরলা’ ও ‘মনুজল’।