২৯৬
কিছু কিছু কথা অপ্রকাশিত থাকাই ভালো
মেঘের ভাঁজে যেমন লুকানো থাকে কিছু কান্না
রোদের মাঝে স্বচ্ছতা,
বিকেলের মায়াময় আবেশ
সন্ধায় থাকে বিষণ্নতা
গোধূলির স্বপ্নালু আলোয় মায়া,
এমন অনেক কিছুর মতো বিমূর্ত থাকাই ভালো ছিল
ভালো ছিল অপ্রকাশিত থাকা
বিমূর্ত ছবি আঁকা মনে মনে।
যেমন তুমি নিজেকে আড়ালে রাখো
অস্বচ্ছ কাঁচের আবডালে
অস্পষ্ট আলোয় জড়িয়ে রাখো তেমনি
ভালো ছিল ভালোলাগাটুকু না-বলা
ভালো ছিল চাঁদের আলোর মতো ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
যেখানে আমার অনন্ত ভালোবাসার অভিলাষ
সেখানেই তোমার ভালোলাগা না-লাগার ভ্রান্তি বিলাস।