কবিতা

রমণীর বুকে ভাদ্রের ঢেউ

শারমিন সুলতানা রীনা

হাওয়ায় উড়ে যায় রমণীয় স্বপ্ন
বসন্তে ফোটে না ফুল
দীর্ঘ প্রতীক্ষার পর অযাচিত ক্ষণে
অচেনা পথিক আসে
আঁকাবাঁকা পথ ধরে

বিষাদের মাঝে বেজে ওঠে তানপুরার সুর
একটি নীরব দিঘি দোলে টলমলে জলে

শুনশান নীরবতায় পথিক শোনায় তার
নিজস্ব উপাখ্যান
রমণীর বুকজুড়ে নিভৃতে খেলা করে
পুঞ্জিভুত নক্ষত্র
ধূসর মরুর বুকে জাগে উদ্যান
বৈশাখী ঝড়ে চোখজুড়ে
অনাবিল বসন্ত, ফোটে কামনার ফুল

দু’হাত বাড়াতেই পথিক গুটিয়ে নেয় নিজেকে
বিঁধিয়ে বিষাক্ত বান
শব্দহীন ধীর পায়ে ফিরে যায়
চারপাশে তার অগণিত হাতছানি

নির্বাক রমণী তাকিয়ে থাকে অপলক
বুকের ভেতর তার ভাদ্রের ঢেউ
অস্ফুট চিৎকারে আকাশ চৌচির।

Leave a Comment

বিজ্ঞাপন

সম্পাদক : মীর হেলাল । শিল্প নির্দেশক : বদরুল হায়দার । © 2023 পৌষ
editor@poushh.com । তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা । 01914 441 825