রিভিউ

আলতাফ শাহনেওয়াজের ‘সহসা দুয়ারে’

কবি হওয়ার বেহায়া ইচ্ছায় আলতাফ শাহনেওয়াজ কবিতায় জীবন আঁকেন, জীবনের দেখা আঁকেন একজন নির্বস্ত্র মৌলিক চিত্রশিল্পীর মতো

জোবায়ের মিলন

‘গভীর পথের ভার।/পরিশ্রুত ছায়ারা বলেনি, এপথে এসো না।/আলো হলো দুধ, আকাশে ছিটিয়ে দেখো।/ঘন অবতরণে নামছে গগনরক্ষী, উন্মাদ।/বাতাসের পাগলা সৌরভে/পথ হারিয়ে এই বড় লাভ:/হাওয়াকে উধাও করে একাকী দাঁড়িয়ে থাকা।…’ (ক্রম ২-এর আংশিক)।

এভাবে দাঁড়িয়ে থাকতে হয় পরের চরণের জন্য। কবি আলতাফ শাহনেওয়াজ দাঁড় করিয়ে রাখেন। চরণে চরণে বিস্ময়ঘোর কাটে না তার কবিতায়। টানাগদ্যের মাত্র বারোটি কবিতা নিয়ে ‘সহসা দুয়ারে’ বইটি পড়তে সময় লাগার কথা না কিন্তু সময় লাগে কবিতার প্রতিটি পর্ব থেকে উঠতে। চট করে উড়ে যাওয়া যায় না একটি কবিতা থেকে আরেকটি কবিতায়। বিরাম নিতে হয়, যদিও বিরাম চিহ্নের খেলা কম।

এক ফর্মার বইটিতে আছে বারোটি কবিতা। প্রকাশ করেছে অভিযান পাবলিকেশন

শিল্পকে আসলে বোঝার কিছু নেই, একে আবিষ্কার করতে হয়। আলতাফ শাহনেওয়াজ আবিষ্কারক। প্রচল চেতনার বাইরে অন্য চেনার ভেতরে তিনি বিচরণ করেন, অভিজ্ঞান নিয়ে আলতো করে টোকেন অভিজ্ঞতা। নোট করে রাখেন ছোট্ট মলাট ভাঁজে। সে ভাঁজকে বাগাড়ম্বর করতে মাইকিং করেন না করপোরেট বাণিজ্য বণিকদের নিচু মানসিকতায় অথচ তা সবাই জেনে যায় তার নিজস্ব কাব্যস্বরের সক্ষমতায়। ‘সহসা দুয়ারে’ স্বজনপ্রিয়তা কিংবা অনুরোধে ঢেঁকি গেলার মতো হাতে এসে পৌঁছায়নি; তার রব শুনেই তার কাছে আসতে হয়েছে, এসেছি। পাঠপর কবির প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারি না যে, আলতাফ শাহনেওয়াজ শুধু কবিতা লেখেন না, কবি হওয়ার বেহায়া ইচ্ছায় তিনি কবিতায় জীবন আঁকেন, জীবনের দেখা আঁকেন একজন নির্বস্ত্র মৌলিক চিত্রশিল্পীর মতো। সে কারণেই ‘সহসা দুয়ারে’ মাত্র বারোটি কবিতা হলেও প্রত্যাশার উশুল হয়েছে, যা অনেক সময় বারো শ কবিতায়ও মিলে না।

‘একাকিত্ব সোনায় মোড়ানো,/দুর্ধর্ষ নিজাম ডাকু হয়ে নামছে গম্ভীর শাদা কাগজে।/অক্ষরে অক্ষরে বহতা/রক্তজগৎ আর রাঙা জাদুকরী আভা/হা-রে-রে-রে ডাকাত দলের আসা-যাওয়ার পথে/প্রগাঢ় লালগালিচা মেলে রাখে।/অভ্রদানা লুণ্ঠনের কালে পরাক্রমী তরবারি/নম্র কুলবধূ সাজে দাঁড়ায় না কোনো দিন।/মানুষ কেবলই থরথর।/ভয়ে ভেঙে মিছরির মতন গলে,/মিষ্টি পানি নাকি হয়ে যায় সবাই হে!/চেঙ্গিস খানের মুখরা পৃথিবী/রক্তাক্ত বকুল ফুলে ভরা।/কাটা মাথা।/আর্তনাদ।/কণ্ঠছিন্ন গায়কের সুরে সন্ত্রস্ত অক্ষর।/কাঁপে আজ। একা।/দুর্ভাগা নিজাম-ডাকু নিশি হয়ে আসে!’ (ক্রম ৬)। এখানে শব্দশৈলী, বাক্যবিন্যাস, ভাষার সচলতায় কবি পাণ্ডিত্য দেখিয়েছেন বলব না, কবি যে বিচক্ষণতা দেখিয়েছেন তা অস্বীকার করার জো নেই। এড়িয়ে যাওয়ার সুযোগ নেই যে, কবি ছবি আঁকার চেয়ে বোধের মিম্বারে টোকা দিতে চেয়েছেন বেশি। সময়কে ধরতে চেয়েছেন সময়ের মধ্যে থেকে। এই যে সময়কে ধরা, এটাই তার বিশিষ্টতা। এজন্যই আলতাফ শাহনেওয়াজ অন্য অনেক নেওয়াজের চেয়ে আলাদা, অভিন্নতায় ভিন্ন এক পরিশ্রমী কবি।

তার ‘অদ্ভুত নিমগাছ’, ‘আলাদিনের গ্রামে’, ‘কলহবিদ্যুৎ’, ‘সামান্য দেখার অন্ধকারে’ কাব্যগ্রন্থের মতো এই ‘সহসা দুয়ারে’ও পাঠকের দৃষ্টিগোচরে আসুক এবং কবিতার আপন গুণের গ্রহণযোগ্যতা পাক, সে প্রত্যাশা। এক ফর্মায় বইটি প্রকাশিত হয়েছে অভিযান পাবলিকেশন থেকে। দাম ৪০ টাকা ।

Leave a Comment

বিজ্ঞাপন

সম্পাদক : মীর হেলাল । শিল্প নির্দেশক : বদরুল হায়দার । © 2023 পৌষ
editor@poushh.com । তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা । 01914 441 825