বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৪ পেয়েছেন কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা। লিটল ম্যাগাজিন ‘একান্নবর্তী’ সম্পাদনার জন্য তিনি এ পুরস্কার পান। এ ছাড়া পুরস্কার পেয়েছেন আরো চার বিশিষ্ট ব্যক্তি।
শনিবার (৩০ নভেম্বর) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংগঠনটির উপদেষ্টা প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। মনোনীতদের উত্তরীয়, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শেলী সেনগুপ্তা পৌষকে বলেন, প্রতিটি কাজের স্বীকৃতি দায়িত্ব বাড়িয়ে দেয়। এ পুরস্কার একান্নবর্তীকে আরো দায়িত্বশীল ও আরো বড় কর্মকাণ্ডে অবদান রাখতে আগ্রহী করে তুলল।
তিনি বলেন, এ প্রাপ্তি সম্পাদকের একার নয়, এটি একান্নবর্তীর সঙ্গে যুক্ত সব লেখক-পাঠক ও কলাকুশলীর। এ কৃতিত্ব সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।
শেলী সেনগুপ্তা এ পুরস্কার উৎসর্গ করেন তার স্বামী ড. রণজিৎ কুমার বিশ্বাসকে। যিনি একসময় সরকারের সিনিয়র সচিব ছিলেন।
বগুড়া লেখক চক্র পুরস্কার পাওয়া অন্য চারজন হলেন—কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধ সাহিত্যে অনীক মাহমুদ ও গবেষণায় সানজিদা হক মিশু।

ফটোসেশনে পুরস্কার বিজয়ীরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা প্রফেসর খৈয়াম কাদের। বক্তব্য দেন—সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক। পুরস্কার পর্ব সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলক পাল।